ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। যা এখনও চলমান।

নিহতের নাম আক্তার সিকদার। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।