ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

মাধবপুরে ট্রেনে কাটা নারীর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০৫:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়নের কাশিমনগর রেল স্টেশন থেকে এনা বেগম (৪০) নামে ট্রেনে কাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় জনগণ আখাউড়া- শায়েস্তাগঞ্জ রেলপথে কাসিমনগর রেল স্টেশনের তালিবপুর উচ্চবিদ্যালয়ের গেইটে রেললাইনের ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান ধারনা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাত ট্রেনের নিচে কাঁটা পরে তার মৃত্যু হয়েছে। ময়নাদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।