ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ০৬:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে মঙ্গলবার (৩১ মে) সকালে সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত শিশু হাসি আক্তার (২) ওই এলাকার আমীর হোসেন মেয়ে। তিনি একজন ট্রাক্টর চালক।

 

কলেজ পাড়ার মো. আবেদ আলী জানান, সকাল সাড়ে নয়টার দিকে খেলাধুলা করতে গিয়ে হাসি আক্তার বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট তিতাস জেনারেল হাসপাতালে নেন।

 

তিতাস জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. বোরহান উদ্দিন রাব্বি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।