ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মানি চেঞ্জারে নগদ সীমা ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ১০:২৮:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

খোলাবাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো আগের মতোই দিনের কেনাবেচা শেষে নিজেদের কাছে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবেন। 

আর লেনদেন শেষে এসব প্রতিষ্ঠান ২৫ হাজারের বেশি ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

এতে আরও বলা হয়, জমাকৃত ডলার পরবর্তী সময়ে প্রয়োজন আলোকে তুলতে পারবেন মানি চেঞ্জাররা। তবে সে ক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করা রয়েছে। তা হলো ডলার ব্যবসায়ীদের এফসি হিসাবেও ৫০ হাজার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবেন না। এমন অবস্থায় প্রতিষ্ঠান চাইলে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে বেচতে পারবে। 

এ ছাড়াও লেনদেন শেষে স্থানীয় মুদ্রা নগদ ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান।