ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

মিরসরাইয়ে আমনে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মিরসরাই প্রতিনিধি,চট্টগ্রাম ঃ | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ০৭:৩০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চলতি মৌসুমে চট্টগ্রামের মিরসরাইয়ে আমনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবছর ২১ হাজার ৭ শত হেক্টর জমিতে আমনের চাষ হয় যা গত বছরের তুলনায়  ৮৫০ হেক্টর বেশী।
এতে মিরসরাই কৃষকরা বেজায় খুশি।তবে দাম আরো বেশী পেলে ভালো লাভ হতো বলে মনে করে কৃষকরা। 
কৃষি অফিসের তথ্যমতে এবার ১ লক্ষ ৪ হাজার ১৫০ মেট্রিক টন ধান ও ৫৯ হাজার ৪৪০ মেট্রিকটন চাউল উৎপাদনে লক্ষমাত্রা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারের লক্ষমাত্রা পূরন হবে বলে মনে করেন কর্মকর্তারা।
এবছর আড়ি প্রতি ধানের সর্বোচ্চ মূল্য হচ্ছে ২৭০/২৮০ টাকা।তবে চাউলের দাম তুলনায় অনেক কম।  আড়ি প্রতি ৩০০ টাকার উপরে হলে কৃষক লাভবান হয়।
ইতিমধ্যে অনেকে ধান মাড়াই শুরু করেছে,কিছু কিছু উঁচু এলাকায় ধান তোলা শেষ।
জোরারগঞ্জ এলাকার কৃষক বাবুল নাথ তার আমনের ফসলে খুশি।তবে কিছু কিছু জমিতে গুনগুনি পোকার আক্রমণ করায় ফলন কমে গেছে।কৃষকরা জানান। পোকা গুলি ধানের গোড়ায় চুষে ফেলে তাই ধানে চিটা হয়ে ফলন অর্ধেক হয়।এদিকের অনেক জমিতে এ সমস্যা দেখা গেছে।
উপজেলার জোরারগঞ্জ এলাকার দেওয়ানপুরের কৃষক দীলিপ চন্দ্র নাথ বলেন অতি বৃষ্টি না হাওয়ায় ফলন ভালো হয়েছে, জমিতে ইঁদুরের উৎপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য ফসল,ফসলের দাম আরো বেশী হলে লাভবান হব।
উপজেলায় মিঠানালা গ্রামের কৃষক শামীম বলেন এবার সন্তোষ জনক ফলন হলেও ধানের বাজার কম আমাদের লাভের হার কম।তবে সারা বছর খোরাকীর জন্য চাষ করি বললেন তিনি।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের লক্ষমাত্রা পূরন হবে। বিভিন্ন স্থানে প্রতিবারের মত কিছুকিছু সমস্যা সৃষ্টি হয় তা আমরা সমাধানে কৃষকদের মাঝে সেটা সমাধানের চেষ্টা করি। আমাদের মাঠপর্যায়ে কাজের কারনে ও কৃষকরা বাড়তি পরিচর্যা করায় ভালো ফলন হয়েছে।
আশা করি কৃষকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবে। আগামীতে আমাদের উৎপাদনের লক্ষমাত্রা বাড়বে।