দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে চারটি কারখানার বাণিজ্যিক উৎপাদনসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে মোট ৫০টি কারখানা ও প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে চারটি কারখানার বাণিজ্যিক উৎপাদনের ঘোষণা এবং আরও নয়টি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২০ নভেম্বর রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উৎপাদনে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন, বাংলাদেশের ম্যাকডোনাল্ড প্রাইভেট লিমিটেড ও টিকে গ্রুপের সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। একই সঙ্গে এই শিল্পনগরের প্রশাসনিক ভবন, ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর প্রান্ত থেকে যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীরসরাইয়ের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাফওয়ান সোবহানসহ সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি-বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আরও ৫০টি শিল্পকারখানা, প্রকল্প ও ভবন ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজা একসঙ্গে আটটি ভেন্যুতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
৩০ হাজার একরের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে (মীরসরাই-সীতাকুণ্ড-ফেনী অর্থনৈতিক অঞ্চল) এখন পর্যন্ত ৫ হাজার ৪৩ একর জমিতে ১৩৬টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য জায়গা নিয়েছে। এতে ১৭ হাজার ৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী। এ শিল্পনগরে প্রায় সাড়ে সাত লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।