ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে মুক্তিযুদ্ধের বিজয়মেলার শুভ উদ্ভোধন

জুয়েল নাগ,মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৫০:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আজ ২২শে ডিসেম্বর বিকাল ৩ টায় মিরসরাইয়ে জোরারগন্জে স্কুল মাঠে  শুরু হয়েছে   মুক্তিযুদ্ধের বিজয়মেলা, মেলা উদ্ভোধন করেছেন  উত্তর জেলা আওয়ামীলীগ এর সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

প্রথমে বিজয় র্যালী, তারপর জাতীয় সংঙ্গিত এর সাথে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। 

অনুষ্ঠান শুরু আগ মুহূর্তে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য দেন  মুক্তিযুদ্ধের ১ নং সাব সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য,মিরসরাই এর নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।

 

মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগ এর সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনূর ইসলাম রানা, সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক মিথুন শর্ম্মা, মেলার সমন্বয়ক রেজাউল করিম মাস্টার, চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ূনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

 

 ১০ দিনব্যাপী মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা। এছাড়া ও স্থানীয় স্কুল কলেজের ও দেশের সুনামধন্য শিল্পিদের অংশগ্রহণে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রকমারি দোকান,শিশুদের জন্য খেলনাসামগ্রীর দোকান,খাবার হোটেল সহ নানান ব্যবহারিক তৈজসপত্র।