ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৬ নেতা জেলে

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ০৯:০১:০০ অপরাহ্ন | রাজনীতি

২০১৮ সালের নাশকতা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৬ নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। 

আসামীরা হচ্ছেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, কুমারগাতা ইউপি বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক মাসুজ্জামান মাসুদ, বড়গ্রাম ইউপি বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা কালা ও কুমারগাতা ইউপি বিএনপি নেতা নয়ন।

২০১৮ সালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সত্রাসিয়ায় গাড়ী ভাংচুর ও বিষ্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির এই ৬ নেতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের তিন সপ্তাহের সময় বেঁধে দিয়ে নিম্ন আদালতে হাজির হবার নির্দেশ দেন। 

বৃহস্পতিবার তারা ময়মনসিংহের জেলা দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের বিরোধী দলকে দমনপীড়নের অংশ হিসেবে ২০১৮ সালে দায়ের করা একটি মামলায় উপজেলা বিএনপির ৬ নেতা হাইকোর্টের নির্দেশ মত জামিন নিতে নিম্ন আদালতে হাজিরা দেন। আদালত তাদেরকে জামিন না দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।