ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

মেডিকেলে ভর্তির সুযোগেও শস্তিনেই সবুজের

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৮ এপ্রিল ২০২২ ০৬:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

এই তো কদিন আগে ডাক্তার হওয়ার আশায় এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহন করে প্রায় ১লক্ষ ৬০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে সবুজ আহমেদ কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এতে ব্যাপক খুশি হওয়ার কথা থাকলেও হতদরিদ্র পরিবারের সন্তান সবুজ আহমেদ পুরোপুরি খুশি হতে পারেননি। মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ যোগানোর দুশ্চিন্তায় দিন কাটছে সবুজের পরিবারের। অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। হতদরিদ্র পিতার স্বপ্ন ছেলে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। সেই স্বপ্ন পূরন করতে সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেছ।

সবুজ আহমেদ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সবজি বিক্রেতা আব্দুর রাজ্জাক সদদারের পঞ্চম ম সন্তান।  তারা এক বোন ছয় ভাই। সবুজ পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ -৫ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেধাবী এই ছাত্রের কুষ্টিয়া মেডিকেলে ভর্তি ও পড়াশোনা খরচ যোগানো জন্য তার মা বাবা সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আহবান জানান।