ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজার পৌরসভা ২০২ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৮ জুলাই ২০২৩ ০৪:৩১:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

 

মৌলভীবাজার পৌরসভা (২০২৩-২০২৪) অর্থ বছরে ২০২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার (৫ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, কাউন্সিলর নাজমা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সাংবাদিক, সুশীল সমাজ ও পৌরসভার কর্মচারী-কর্মকর্তা প্রমুখ।

 

বাজেট বক্তৃতায় মেয়র জানান, পৌরসভার নিজস্ব সর্বমোট রাজস্ব আয় ১৫ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৯৯৬ টাকা, রাজস্ব ব্যয় ১৪ কোটি ৩ লক্ষ ২১ হাজার ১১৬ টাকা, উদ্বৃত্ত ১ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৮৮০ টাকা।

 

উন্নয়ন খাতে সর্বমোট আয় (প্রকল্প খাতসহ) ১৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা, উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় (প্রকল্প খাতসহ) ১৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা।মুলধনী খাতে সর্বমোট আয় ১ কোটি ৬ লক্ষ ৩৬ হাজার ১৪৯ টাকা,  মুলধনী খাতে সর্বমোট ব্যয় ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা, মুলধনী খাতে উদ্বৃত্ত ৯ লক্ষ ৮৬ হাজার ১৪৯ টাকা।

 

সর্বমোট বাজেট রাজস্ব, উন্নয়ন, মুলধনী খাত ২০২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ টাকা, সর্বমোট উদ্বৃত্ত রাজস্ব, মুলধনী খাত ১ কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ২৯ টাকা।