ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজারে পুলিশি বাধা ডিঙিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০৮:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান দম্পত্তির বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
শুক্রবার ০৪ আগস্ট ২০২৩ইং, জুম্মার নামাজের পর শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। এই মিছিলটি পুরাতন হাসপাতাল সড়ক হয়ে চৌমুহনা এলাকায় যেতে চাইলে পুরাতন হাসপাতাল সড়কের কর-কমিশনারের কার্যালয়ের সামনে পৌঁছা মাত্র পুলিশের বাধার মূখে পড়ে।
2-134
 
এসময় বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত শ্লোগানে প্রকম্পিত করে তুলেন। পরে পুলিশি বাধা ডিঙিয়ে নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, মোঃ হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, জেলা বিএনপির সহ-সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা প্রমুখ।
এছাড়া বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
 
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক মোশাররফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। তাকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ওপর মহলের ফরমায়েশ অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে। যেখানে এক যুগের বেশী সময়ে সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যা মামলার প্রতিবেদন দিতে পারেনি। সেখানে মাত্র ৪০ কার্যদিবসে এই রায় দেওয়া হয়েছে। এতেই সরকারের দুরভিসন্ধি প্রমাণিত হয়েছে।
 
2-135
তিনি তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান দম্পত্তির বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করার আহবান জানিয়ে বলেন, দেশের মানুষ এধরণের ফরমায়েশি রায় মানে না। অবিলম্বে রায় বাতিল করতে হবে অন্যথায় দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে এই ফরমায়েশি রায় অকার্যকর করে দেবে।