ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ জুলাই ২০২২ ০৬:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের ত্রিশালে কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- ত্রিশাল কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামীরা মিলে  ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা প্রকাশ করে দেয় এবং আসামীদের গালমন্দ করে। পরে আসামীরা তাইজ উদ্দিনকে ওই বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালভার্টের নিকট নিয়ে গলা টিপে হত্যা করে কালভার্টের নিচে লাশ গুম করে রাখে। তিনদিন পর ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লাশ টেনে বের করলে এলাকাবাসি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। 

পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামীদের শনাক্ত শেষে গ্রেফতার করে এবং আদালতে চার্জশীট দাখিল করে। আদারতে দীর্ঘ শুনানীর পরে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।