ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

ময়লার ভাগাড়ে পরিণত চট্টগ্রামের শান্তিনগর, হুমকিতে জনস্বাস্থ্য

মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ০৯:৪৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। অথচ বিশাল জনগোষ্ঠি অধ্যুষিত এই এলাকার কোথাও কোনো ডাষ্টবিন নেই। এতে করে পুরো এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকাঘুরে দেখা গেছে, প্রতিটি নালা ময়লায় ভর্তি। ফলে নালার পানি নিস্কাশন ব্যবস্থা বাধাগ্রস্থ হয়ে নোংরা পানি মাঝ রাস্তায় উপচে উঠছে। এসময় সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মিরা নালা পরিস্কারের কাজ করলেও ময়লাগুলো নালার পাশেই স্তুপি করে রাখছে। এছাড়া নোংরা ময়লার পূতি গন্ধে এখানকার মানুষের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এখানকার জনস্বাস্থ্য।

স্থানিয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ আমরা এই নরক যন্ত্রনায় ভূগলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনিয়ে কোনো কর্ণপাত করছে না। ঘরে-ঘরে রোগবালাই লেগে থাকার কথাও জানিয়েছেন তারা। বাসিন্দাদের অভিযোগ ঘর থেকে বেরুলেই নাকে রুমাল চেপে বের হতে হয়। রাতে মশার উৎপাতেও অতিষ্ঠ বলে জানিয়েছেন তারা।

স্থানিয় বাসিন্দা ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু মুছা জানান, দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই দূর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষথেকে মাঝে মাঝে পরিছন্ন কর্মিরা এসে নালা পরিস্কার করলেও ময়লাগুলো তারা নালার পাশেই রেখে যায়। পরবর্তীতে এসব ময়লা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ময়লা ফেলার নির্দিস্টস্থান বা ডাস্টবিন না থাকাতে এলাকাবাসীকে এই নরক যন্ত্রনা পোহাতে হচ্ছে উল্লেখ করে তিনি এ বাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়রের জরুরী নজরদারি কামনা করেছেন।

এ প্রসঙ্গে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সচিব তোফায়েল আহমেদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে আগে থেকেই কোনো ডাস্টবিন ছিলনা। বর্তমান চসিক মেয়র নগরবাসী তথা ওয়ার্ডবাসীর সব ধরণের ভোগান্তি লাঘবে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছেন। এছাড়া মেয়র মহোদয় নিজেই ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এসবের তদারকি করছেন। শান্তি নগরের  বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। শান্তিনগর এলাকাবাসীর এই ভোগান্তি অচিরেই লাঘব হবে বলে মন্তব্য করেন তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ