ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

লক্ষ্মীপুরে বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ১১:২৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান।

লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক, আহবায়ক ও সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ