যশোরে মাদক (ফেনসিডিল) মামলায় কবির হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত কবির হোসেন বেনাপোলের গড়য়া গ্রামের আজগর আলীর ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ২৪ জানুয়ারি দুপুরে এসআই কামরুজ্জামান চাঁচড়া এলাকায় ডিউটিরত অবস্থায় জানতে পারেন বেনাপোল থেকে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে যশোরের উদ্দেশ্যে আসছেন। সংবাদের সত্যতা যাচায়ের জন্য তিনি পুলিশের একটি দল নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলায় অবস্থান নেন। বেলা দুইটায় হানিফ পরিবহনের বাসটি এসে পৌছালে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় সন্দেহ জনক ভাবে কবির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দেহ তল্লাশিকালে বিশেষ কায়দায় ১৪ হাত লম্বা পলেথিনের পাইপে ফেনসিডিল ভলে নিজের পেট ও কোমরের সাথে বাধা অবস্থায় পাওয়া যায়। যার মধ্যে চার লিটার ফেনসিডিল ছিল। এ ব্যাপারে এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি আটক করিব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহন শেষে আসামি কবির হোসেন বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কবির হোসেন বর্তমানে কারাগারে আটক আছেন। ##