ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের গুলশান বাসভবনে ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, প্রাতঃরাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাতঃরাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের দু’জন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
বায়ান্ন/আরএইচ/পিএইচ