ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

মেডিকেল কলেজে আসন নয়, শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ০৩:৫৬:০০ অপরাহ্ন | জাতীয়

দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিকসংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয় জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার।

আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে এমন প্রশ্ন তুলেন তিনি? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। আমরা কিছু এটা করব। হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করব যোগ করেন তিনি।

সেক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে। 

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সকল অংশীজন সম্পূর্ণ তৎপর ছিলেন জানিয়ে নূরজাহান বেগম বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে দিাবি করে তিনি বলেন, প্রশ্নফাঁসের খবর গুজব।

বায়ান্ন/এমএমএল/পিএইচ