ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রাজনগরে শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১১:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের রাজনগরে শ্রমিক লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় সদর ইউনিয়নের দক্ষিন ঘড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাজনগর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. নান্নু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কায়েস আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ, রাজনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান।