ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাজৈরে সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় সভা

শরীফুল ইসলাম সুজন, মাদারীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ০৮:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

মাদারীপুরের রাজৈরে সরকারি ডিগ্রি কলেজে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্ররাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভা শেষে বৃক্ষ রোপন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাঁটানোর কর্মসূচিও অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজৈর ডিগ্রি শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান এবং মাদারীপুরের জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে তারেক রহমানের দক্ষ নেতৃত্বে সাধারন ছাত্র-ছাত্রীদের ব্যানারে আপনাদের অংশগ্রহনে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ আন্দোলনে সবচেয়ে বেশী শহীদ হয়েছেন ছাত্রদলে নেতৃবৃন্দ। 

তারা আরও বলেন, শেখ হাসিনার কারনে ছাত্রলীগ সবসময় নেতিবাচক কর্মকান্ডে জড়িয়ে পরে যার ফলে ছাত্রলীগ আজকে নিষিদ্ধ। শেখ হাসিনা ও তার দোষররা যাতে কোন ভাবেই বাংলাদেশের রাজনীতিতে পূর্ণবাসিত হতে না পারে সে দিকেও লক্ষ রাখতে হবে। সকল অপশক্তিকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে