ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রাত পোহালেই ভোট: কে হাসবেন শেষ হাসি মফুর না আনহার

বালাগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মে ২০২৪ ১০:০১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের  বালাগঞ্জে নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন।  রাত পোহালেই ভোট। কে হাসবেন শেষ হাসি মফুর না আনহার সেদিকে তাকিয়ে আছেন বালাগঞ্জবাসী। তৃতীয় দফা উপজেলা নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবার অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন একই রাজনৈতিক দলের জনপ্রিয় দুই প্রার্থী। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর অন্যজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আনহার মিয়া। দুই প্রার্থীই উন্নয়নের ফিরিস্তি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

 

বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বিগত বছরগুলোতে বালাগঞ্জ বাসীর সেবা, সহযোগিতা ও উন্নয়ন দেখে বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান নিয়ে শান্ত বালাগঞ্জকে শান্ত রাখার প্রত্যয় নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। অন্যদিকে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আনহার মিয়া বিগত বছরগুলোতে বোয়ালজুর ইউনিয়নবাসীর সেবা, সহযোগিতা ও উন্নয়ন দেখে বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান নিয়ে উন্নত ও সমৃদ্ধ বালাগঞ্জ গড়তে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। পাল্লা দিয়ে চলছে উঠান বৈঠক, মাইকিং ও গণসংযোগ।

 

আবেগ আর বিবেককে পুজি করে মাঠ চষে বেড়াচ্ছেন হেভিওয়েট দুই প্রার্থী। নির্দলীয় নির্বাচন হওয়ায় দুই প্রার্থীকে বিজয়ী করতে ভোট যুদ্ধে নেমেছেন কর্মী, সমর্থক ও নিজ নিজ বলয়ের নেতারা।

 

ভোটার এবং সমর্থকরা বলছে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে একই রাজনৈতিক দলের প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে। এর প্রধান কারণ হিসেবে ভোটাররা উল্লেখ করছেন বালাগঞ্জের সকল নেতাকর্মী দুই বলয়ের মাঝে সীমাবদ্ধ। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর  ইমেজের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান শান্ত ও সাদা মনের মানুষ। সব মানুষের উপকার করতে না পারলেও ক্ষতির কারণ হন নি কখনো। অন্যদিকে সদ্য পদত্যাগকারী বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া কর্মীবান্ধব নেতার পাশাপাশি রয়েছে সকল শ্রেণিপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি সালিশি ব্যক্তিত্ব, উপজেলা ক্রীড়া উন্নয়ন সহ নতুন প্রজন্মের কর্মীদের পাশে থাকেন। তার বলয়ে রাজনীতি করছেন। যদিও এক সময় মোস্তাকুর রহমান মফুরের গ্রহন যোগ্যতা রয়েছে। সবকিছু মিলিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এবার আবেগ আর বিবেকের পাশাপাশি অস্তিত্বের লড়াইয়ে জমে উঠেছে।

 

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৯-মে নির্বাচনকে ঘিরে উপজেলা পরিষদে ৩ টি পদের জন্য ৩ জন চেয়ারম্যান পদ প্রার্থী, ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৬টি কেন্দ্রের ২২০টি ভোট কক্ষে মোট ৯৭,৩১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর (কাপ পিরিচ), বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সদ্য পদত্যাগপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি সামস্ উদ্দিন সামস্ (ঘোড়া)।

 

ভাইস চেয়ারম্যান পদে- সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আছগর (বৈদ্যুতিক বাল্ব), মোস্তাক উদ্দিন আহমদ (চশমা), নুরে আলম (মাইক), মশাহিদ আলী (তালা),  জাকারিয়া জাবের (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি (ফুটবল) ও অর্পণা রানী দেব (কলস)।