ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

রূপগঞ্জে প্লাস্টিক কারখানায় চুরি, ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার ও গ্রেপ্তার নেই

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৫:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইলের টেংরারটেক এলাকায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজের কারনে জলাবদ্ধতায় বন্ধ থাকা একটি প্লাস্টিক পন্য উৎপাদন কারখানায় যন্ত্রপাতিসহ প্রায় পৌনে দুই কোটি টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৫ দিন পেরুলেও মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা না নেওয়ায় চরম হতাশার কথা জানিয়েছেন ভুক্তভোগী কারখানার মালিক পক্ষ। গত (০৮ নভেম্বর) রাতে ঘটে এ চুরির ঘটনা।

রূপগঞ্জের টেংরারটেক এলাকার মেসার্স মোশাররফ ও খাদিজা প্লাসটিক ফ্যাক্টরীর পরিচালক মোশাররফ হোসেন জানান, ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ চলমান থাকায় টেংরারটেক এলাকায় অবস্থিত মেসার্স মোশাররফ ও খাদিজা প্লাস্টিক কারখানাটি গত ৩ মাস ধরে উৎপাদন কাজ বন্ধ ছিলো। সম্প্রতি পানি কমে যাওয়ায় গত ৮ নভেম্বর সকালে খবর পেয়ে  কারখানায় এসে দেখেন গেইটের তালা ভাঙ্গা কিন্তু গেইট খোলা।  

কারখানার ভিতরে থাকা অজ্ঞাতনামা চোর বা চোরের দল বিভিন্ন  যন্ত্রপাতি চায়না ডাইস ২৪টি যার মূল্য অনুমান ১ কোটি ১০ লাখ টাকা, ৮ পিস ২০ ঘোরা মোটর যার মূল্য অনুমান ৫ লাখ ৬০ হাজার টাকাসহ আইপিএস, ছোট ঘোড়া মোটর,  ফ্যাক্টরীর ক্যাবল ও সার্কিট বেকারসহ প্রায় পৌনে দুই কোটি টাকা মুল্যের মালামালসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। 

এ ঘটনার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ভুলতা পুলিশ ফাঁড়ির অধীনস্থ এসআই জহিরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন কিন্তু তদন্ত কর্মকর্তা টালবাহানা করে মামলা না দিয়ে অসহযোগিতা করছেন। এতে ক্ষতিগ্রস্থ হয়েও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পেয়ে এসআই জহিরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিছু মালামাল উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে লোকবল কম থাকায় পুলিশের আইনি সহায়তা প্রদানে কিছুটা বিলম্ব হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগটি সঠিক নয়।

বায়ান্ন/প্রতিনিধি/একে