ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় হেড মাঝি নিহত

রিদুয়ানুল হক সোহাগ, উখিয়া (কক্সবাজার) : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০২:৪৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সাবেক হেড মাঝি আতাউল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে আরসা’র সন্ত্রাসীরা।

 

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ ব্লকে এই হত্যাকান্ড ঘটায় রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি আরসা।

 

এ ঘটনায় নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন।

 

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

তিনি আরও বলেন, পুলিশের টিম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।