জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেন এর নেতৃত্বে রায়পুর বাজার তদারকি অভিযান পরিচালনা করে চার্জার ফ্যানের অতিরিক্ত দাম বৃদ্ধি করে ক্রেতা সাধারনের সাথে প্রতারণা করায় জরিমানা ও সতর্ক করা হয়।
রবিবার ১১ই জুআ অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ ইলেকট্রনিকসকে ১০,০০০,আরিয়ান টেলিকমকে ২,০০০ এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আলম মেডিকেল হলকে ৫,০০০ সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ১৭,০০০ জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেন বলেন,প্রতারণা করে ক্রেতাদের ঠকানো অন্যায়। যারা এসব অনিয়ম এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে পর্যায়ক্রমে।জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।