ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ০৭:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ, নগদ অর্থ এবং রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিতরণকৃত বীজগুলোর মধ্যে ছিলো- সরিষা, মুশুর ডাল, ফেলন ডাল, লালশাক, পালংশাক, বাঁধাকপি, লাউ, বেগুন, কলমি শাক, টমেটো, বেগুন ও মিষ্টি কুমড়া।

এছাড়াও প্রতি কৃষককে মোবাইল ফোনে বিকাশে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে। 

বন্যা পরবর্তী এ সময় শাক-সবজির বীজ ও সার পেয়ে খুশি স্থানীয় কৃষকরা।  

অনুষ্ঠানে লক্ষ্মীপুর কৃষি বিভাগের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) অভি দাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. হাসান ইমাম।

কৃষি অফিস সুত্রে জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ হাজার কৃষকের মাঝে শাক-সবজি ও রবিশস্য বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৬৫৫জন কৃষক পাবেন এ সহায়তা। এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।

প্রসঙ্গত, গত আগস্টের বন্যা এবং বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতায় লক্ষ্মীপুরে ধান, শাক-সবজিসহ কৃষিতে প্রায় ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে