ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

লামায় ইউপি সদস্যের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০৪:০১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর ইসলাম, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ প্রমুখ।


এদিকে এর আগে উপজেলার পুনঃ ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭ ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়।

সরকারি গেজেট প্রকাশের পর রোববার বান্দরবানের জেলা প্রশাসক ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। ২২ডিসেম্বর লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ও মহিলা সদস্য (মেম্বার)দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।