লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভুট্টার গোডাউনের দেয়াল ভেঙে আব্দুল হামিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট জগৎবেড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হামিদ জগৎবেড় চাত্রারপার এলাকার মৃত এন্তাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ঐ ভুট্টার গোডাউনের শ্রমিকরা মালিককে গোডাউনের দেয়ালে ফাটল থাকার বিষয়ে অবহিত করেছিলেন। তবে মালিক তাদের মৌখিক অভিযোগের কোন গুরুত্ব দেননি এবং বলেছিলেন, কিছু হবে না, বলে তাদের কাজ চালিয়ে যেতে বলেন। এরপরই এই ভয়াবহ ঘটনা ঘটেছে এবং স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠেছে, মালিকের অবহেলা ও উদাসীনতার ফলস্বরূপ এমন দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করছিলেন। এমন সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। এসময় পাশেই থাকা কয়েকজন শ্রমিক তা দেখে দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, এবং ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৃষ্ট ঘটনায় পাটগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ