অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময়ে পাচঁ শতাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়া পুলিশ। বাংলাদেশিরা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে অবস্থান করছে। ইউরোপে যাওয়ার সময়ে ওই বাংলাদেশিদের লিবিয়ার মিসরাতা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। লিবিয়াতে ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল –আহরার পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
এ বিষয়ে লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান জানান, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনকে ইন্টারভিউ করেছে এবং এখানে আরও বাংলাদেশি আছে।
দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তাদের ফেরত পাঠানোর বিষয়ে যোগাযোগ রাখছি।