![](https://dainikbayanno.com/storage/whatsapp-image-2025-02-08-at-213957-b86eb0e8.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি কলাবাগান ক্রিকেট টুর্নামেন্ট-এর তৃতীয় দিনের খেলায় দারুণ এক জয় পেয়েছে ডায়নামিক ইলেভেন। প্রতিপক্ষ কলাবাগান কিংস-কে উড়িয়ে দিয়ে মাত্র ৯ ওভারেই ৯ উইকেট হাতে রেখে ১৩৭ রানের লক্ষ্য টপকে যায় দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে কলাবাগান কিংস নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের ব্যাটাররা দ্রুত উইকেট হারালেও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়ে।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডায়নামিক ইলেভেনস্ শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। দলের তারকা অলরাউন্ডার মারুফ অপরাজিত ১০৪ রান করে একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে মাত্র ৯ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ডায়নামিক ইলেভেন।
অসাধারণ পারফরম্যান্সের জন্য মারুফ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামনের ম্যাচগুলোতেও দর্শকরা এমনই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছেন।
বায়ান্ন/আরএস