ঢাকা, শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১
প্রথম গান ‘চিনি কম লিকার বেশি’ শ্রোতাদের হৃদয়ে

শহুরে জীবনের গল্প নিয়ে বায়োস্কোপের যাত্রা

অনিক কর্মকার | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০৫:৪১:০০ অপরাহ্ন | বিনোদন

বাংলা গানের জগতে নবীন ব্যান্ড বায়োস্কোপ তাদের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ দিয়ে ইতিমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে। এটি উৎসর্গ করা হয়েছে টিএসসির জনপ্রিয় চা বিক্রেতা স্বপন মামাকে। গানের প্রেক্ষাপট টিএসসির সেই চা-প্রীতি ও শহুরে চায়ের আড্ডা ঘিরে গড়ে উঠেছে, যা শ্রোতাদের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করেছে।

ব্যান্ডের সদস্য সাহস মোস্তাফিজ বলেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর বায়োস্কোপের ভাবনা আসে। শ খানেক নামের তালিকা থেকে মাস খানেকের চেষ্টায় বায়োস্কোপ নামটিই সবার পছন্দ হয়। ব্যান্ড শুরু করা যতটা রোমাঞ্চকর, সেটিকে ধরে রাখা তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই কঠিন পথে যুক্ত হয়েছেন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, আবীর দাস এবং লোবান।

  • বায়োস্কোপের লাইনআপ:
  • ভোকাল ও গিটার - অরণ্য আকন
  • ভোকাল ও মেলোডিকা - সাহস মোস্তাফিজ
  • ভোকাল ও গিটার - বাপ্পী নবী
  • ড্রামস - লোবান
  • পারকেশন - আবীর দাস
  • ভোকাল ও বেজ গিটার - তারেক আহসান

অন্যদিকে, ব্যান্ডের আরেক সদস্য অরণ্য বলেন, ধানমণ্ডি লেকের পাড়ে গিটার-পিয়ানিকা হাতে দিন কাটিয়ে আমরা নিজেদের গান তৈরিতে মনোযোগী হই। প্রথম থেকেই নিজেদের মৌলিক গান তৈরিই আমাদের লক্ষ্য ছিল।

ব্যান্ডের গায়ক বাপ্পী তাদের মিউজিকের ধরণ সম্পর্কে বলেন, আমরা লোকগান করবো, তবে তা হবে সমকালীন শহুরে গল্প নিয়ে। চারপাশের জীবনকেই বায়োস্কোপের মতো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। বায়োস্কোপ শহরের নিত্যদিনের গল্পগুলো গানের মাধ্যমে তুলে ধরতে চায়। নাগরিক জীবনের সহজ গল্পকে লোকগানের রূপে প্রকাশ করাই তাদের মূল উদ্দেশ্য।

বর্তমানে বায়োস্কোপ আরও কিছু মৌলিক গানের কাজ করছে, যার মধ্যে হেলায় ফেলায় ও বিসিএস শীঘ্রই তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।

বায়ান্ন/একে