ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

শান্তিগঞ্জ চেয়ারম্যান পদে অভি, ভাইস চেয়ারম্যান পদে মোশারফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির বিজয়ী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুন ২০২৪ ০১:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী মোশারাফ হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মোছাঃ রফিকা মহির। 

 

গতকাল মঙ্গলবার( ৫ জুন) রাতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন। 

 শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান পুত্র, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ৯ শত ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম মোটর সাইকেল প্রতিকে ১৯ হাজার ২ শত ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  

 

শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মোশারফ হোসেন জাকির মাইক প্রতীকে ৩৪ হাজার ৩ ভোট পেয়ে সেবরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুকনুজ্জামান চশমা প্রতীকে ২০ হাজার ৬৯ ভোট পেয়ে পরাজিত হন।  

শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে মোছাঃ রফিকা মহির ফুটবল প্রতীকে ২৩ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ নাজমা বেগম প্রজাপতি প্রতীকে ১৪ হাজার ৪ শত ৮৮ ভোট পেয়ে পরাজিত হন। 

শান্তিগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে ১৫৬৩টি গ্রাম রয়েছে। মোট ভোটার ১,৪৫,৭৯৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭৪,২৮৫ জন, মহিলা ভোটার ৭১, ৫১০ জন ও হিজড়া ভোটার ২ জন। মোট ভোট পড়েছে ৪৫.০১ % ।