ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

শান্তিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০১:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শান্তিগঞ্জে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখা কমিটি। সোমবার( আগস্ট) সকাল ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করে অরাজনৈতিক এ সংগঠনটি।

 

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি সোহানুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আবুল ফজল ত্বাহা, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাইমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাইম, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মিজানুর রহমান তালুকদার, টাইলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন দাস, শান্তিগঞ্জ আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবদুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক আবু তাহের, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা তারেক আহমদ, কিংস্টার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাকিব আলী, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আহমেদ শফিক রাহিন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলিনুর রহমান, উপজেলা অর্থ সম্পাদক কাজি রাসেল আহমদ, অফিস সম্পাদক মামুন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাদিম হোসাইন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সভাপতি সালেহ আহমদ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সভাপতি আবু হানিফ, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সভাপতি লোকমান আহমদ, খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা সভাপতি মোস্তাক হোসেন সামি, জয়কলস ইউনিয়ন শাখার সহ সভাপতি  মুবারক উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ রবিন ও আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন প্রমুখ।