ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে তথ্যকেদ্রের উদ্যোগে দরগাপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০২:২৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
 
শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা,নারী পুরুষ সমতা তথ্য আপায় পদ দেখায়,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে  শান্তিগঞ্জে তথ্যকেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে উক্ত উঠান বৈঠকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা শাপলা আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ। সভাপতির বক্তব্যে তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা শাপলা আক্তার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের, দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবাসমূহ যেমন তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা, চাকরীর আবেদন, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপি,কৃষি,শিক্ষা,ব্যবসা,আইনী সহায়তা, ডায়াবেটিকস পরীক্ষা,রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, গ্রামীন নারীদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রয়ের জন্য লালসবুজ.কম মার্কেটপ্লেস পরিচালনা, সরকারি তথ্য সেবা ৩৩৩,জরুরী সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ১০৯,জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ১৬৪৩০ সম্পর্কে বৃহত আলোচনা করেন।