ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ০৩:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে তামাক বিরোধী প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু,সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল রাইজুল,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,কৃষি কর্মকর্তা সুহাইল আহমদ,যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,পিআইও অফিসের সহকারী হরিপদ রায়,ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক,সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার এনজিও সংস্থা আরডিএসের নির্বাহী পরিচালক জেলা তামাক নিয়ন্ত্রণ কমিটি টাস্কফোর্সের সদস্য মিজানুল হক সরকার।