সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ৮ম বছর পূর্তিতে জন্মদিন উপলক্ষে শান্তিগঞ্জে উপজেলায় কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। শনিবার(১লা জানুয়ারী) দুপুরে শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হল রুমে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ৮ম বছর পূর্তিতে জন্মদিনের বর্ষপুর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি হোসাইন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, জয়কলস ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, প্রেসক্লাবের সদস্য জামিউল ইসলাম তুরান, সাংবাদিক নাহিদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা আফরোজ মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।