ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ আর নেই- জানাযা সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ মে ২০২৩ ০৬:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
 
 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও জীবদারা গ্রামের কৃতি সন্তান ফরিদ আহমেদ (৫৫) গত বুধবার (৩ মে) বিকাল ৫ টায় ইন্তেকাল করিয়াছেন,ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে ছেলে ৪,স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 
 
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (৪ মে) বিকাল ২ টায় নিজ গ্রাম জীবদারা সরকারী প্রাথমিক বিদ্যালের পাশের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান। 
 
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আযাদ ডান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পরিকলনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন,  আওয়ামীলীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দীন দোলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগ নেতা লিয়াকত আলী,  খিজির আহমদ, শান্তিগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার  মো. জামাল হোসেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমেন্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, জয়কস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, মুহাদ্দীস মাওলানা তাহির আহমদ জামলাবাদী, উপজেলার সাবেক সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক এডভোকেট নুর আলম, মাওলানা মামুনুর রশীদ, মাস্টার জালাল উদ্দীন, সাবেক ইউপি মেম্বার নুর আহমদ, উলামায়ে কেরাম, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, বিএনপি সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত কয়েক হাজার মুছল্লীয়ানগণ।
জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।