ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শাবি উপচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন

রাহাত হাসান মিশকাত ,শাবি: | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০৮:৫৫:০০ অপরাহ্ন | জাতীয়
 
 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে আটটায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম মুখপাত্র সাদিয়া আফরিন।

সাদিয়া আফরিন বলেন, আমাদের অনশনের ১০০ ঘন্টা পেরিয়ে গেলেও নির্লজ্জ উপচার্য পদত্যাগ না করায় আমরা তার বাসভবনের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছি।

এদিকে বিকালে উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে'।

তারা আরও বলেন, উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা শিক্ষার্থী নাফিজা আনজুম বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব। এ সময় পুলিশ ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না'।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা অবরুদ্ধ করছি, বিষয়টি ঠিক এমন নয়; আমরা উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেব না। আমরা এখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করবেন, সেটা হয় না। এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে'।