ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শাবি প্রেসক্লাবের সঙ্গে নবগঠিত ‌‘চেস ক্লাব’র মতবিনিময় অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৭ মে ২০২৩ ০৮:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন


শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের দাবাড়ু শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘সাস্ট চেস ক্লাব’।
 
বুধবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে চেস ক্লাবের নতুন সভাপতি মানস কুমার সাহা বলেন, শাবি ক্যাম্পাসে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাবাড়ু শিক্ষার্থীদেরকে আমরা একটি প্লাটফর্মে আনার চেষ্টা ছিল। অবশেষে আমরা কমিটিও গঠন করতে পেরেছি।
 

'বিশ্ববিদ্যালয়ে দাবাড়ুদের নিয়ে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজন করবো। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিকভাবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ক্যাম্পাসের দাবাড়ুরা জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনামকে বাড়াবে। আশা করি এ যাত্রায় সকলেই পাশে থেকে সহযোগিতা করবেন।'
 

এসময় চেস ক্লাবের সাংগঠনিক কাজ পরিচালনায় শাবি প্রেসক্লাবের সহযোগিতাও কামনা করেন তিনি।

সাস্ট চেস ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, 'সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসে আপনাদের পথচলা শুরু। নতুন সংগঠন হিসেবে নানা প্রতিবন্ধকতা থাকবে। আশা করি সময়ের সাথে সাথে সেই সকল প্রতিবন্ধতা জয়ের মাধ্যমে আপনাদের পথ আরও মসৃণ হবে।'
 

সাংগঠনিক পথ চলার ক্ষেত্রে শাবি প্রেসক্লাব সবসময় চেস ক্লাবের সাথে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু, সহ সভাপতি মো. আফছার রাব্বি, কোষাধ্যক্ষ মো. তোফায়েল কবির নিলয়, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মুরসালীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা সুলতানা, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিন ইয়াসার, প্রশিক্ষক ফারদিন জাহিদ আকাশ, সহকারী আয়োজক সম্পাদক, রাফসান জনি রাফি, মো. আজহাবুল আনোয়ার, সহকারী প্রশিক্ষক রাকিবুল ইসলাম আকন্দ, কার্যকরী সদস্য সত্যজীত ভৌমিক, শৌভিক সরকার, ফখরুজ্জামান খালিক ও সাধারণ সদস্য মো. উবাইদুর রহমান।
 

এসময় আরও উপস্থিত ছিলেন- শাবি প্রসেক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য আদনান হৃদয় প্রমুখ।