শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সদস্য মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, তারেক হালিমী, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার, সামাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ সভাপতি রেজাউল হক সিজারসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।