ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শাবিতে ধাওয়া দিয়ে ধরা হলো দুই ছিনতাইকারীকে

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১০ জুলাই ২০২৩ ০৭:২৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

ছিনতাইকার দুজন হলেন- সিলেটের জালালাবাদ থানার (শাবি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) নাজিরেরগাঁও (দিঘীরপাড়)-এর শাহানুর মিয়ার ছেলে ১। সুজন আহমেদ (২১) ও টুকেরবাজার এলাকার শাহপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মইনুল ইসলাম (১৯)।

সিলেট মেট্রোপলিন পুলিশ (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শাবি’র পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী সোমবার রাত ৮টার দিকে হেঁটে হেঁটে ক্যাম্পাসের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে যাওয়ার পথে রাস্তায় কালভার্টের উপর ছিনতাইকারী সুজন ও মইনুল ওই ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যান। এসময় ওই ছাত্রী চিৎকার করলে আশপাশে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা ছিনতাইকারীদের ধাওয়া করে সিরাজুন্নেছা চৌধুরী হলের পিছনের জঙ্গল থেকে আটক ও মোবাইল ফোন উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের হাতে ছিনতাইকারীদের তুলে দেওয়া হয়। পরে শাবি’র নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সুজন ও মইনুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ জুলাই) আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠান।