শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে সার্ভারের কারিগরি সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ভর্ভি হতে আসা শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী আজ মঙ্গলবার বিজ্ঞান বিভাগে নির্দেশিত ‘এ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকারে প্রথম ৩৫০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। সকাল ও দুপুর শিফটে ভর্তি কার্যক্রম চলমান থাকার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ভর্তি কার্যক্রম শুরু হয় দুপুর ২:৩০ মিনিটের দিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, 'সেই সকাল থেকে আমরা ভর্তির জন্য বসে আছি। ভর্তি কার্যক্রম সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে একটু দেরি হবে বলে জানতে পারি। পরবর্তীতে আমাদের আর কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত বসে আছি। কিন্তু বেশি দেরি হয়ে গেলে আমার বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হবে'।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী বলেন, 'টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এছাড়া খুব শিগগির এ সমস্যার সমাধান হবে'।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তির জন্য ৫ ও ৬ জানুয়ারি মেধাক্রম অনুযায়ী ৯৫৫ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারে ডাকা হয়েছে। প্রথম বর্ষের ভর্তিতে গতবারের মতো এবারও থাকছে ডোপ টেস্ট প্রক্রিয়া। এক্ষেত্রে শিক্ষার্থীদের মূত্রের নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গে ডোপ টেস্টের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।