শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে । শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইশফাকুল হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২২৪তম অনলাইন সভার সিদ্ধান্ত মোতাবেক ২৬ ডিসেম্বর থেকে বিভাগীয় অফিস ও দপ্তরসমূহ খোলা থাকবে।
এ বিষয়ে ক্যালেন্ডারে উল্লেখিত ২৬-২৮ ডিসেম্বর ২০২১ তারিখের শীতকালীন ছুটি বাতিল বলে গণ্য হবে।