ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

শাবির টাঙ্গাইল স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১২:১৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইল স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট’ এর  ২২ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফসসাল আহম্মেদকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তানভীর রায়হান রাকীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সিজান মিয়া, সহ-সভাপতি মো. সুমন আহম্মেদ, বিজয় কুমার, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ নুসরাত জাহান ইভা, সহ-কোষাধ্যক্ষ সাব্বির হোসেন রামীম, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ায়েস সজিব, সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান, অফিস সম্পাদক বাপন পাল, সহ-অফিস সম্পাদক পলাশ দে, প্রকাশনা সম্পাদক রাহুল ইবনে জহীর, সহ-প্রকাশনা সম্পাদক মো.নাহিদুজ্জামান রনি, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল সায়েফ শান্ত, সহ-প্রচার সম্পাদক শামীম শাহরিয়া শোয়েব, আইটি সম্পাদক মেহেদী হাসান নাহিদ, সহ-আইটি সম্পাদক উশান ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক মো. মনির হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. সোলাইমান, সহ-ক্রীড়া সম্পাদক মো. সালমান ফার্সি।

এছাড়া সংগঠনের উপদেষ্ঠা হিসেবে রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আতকিয়া ফারিহা।