ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের সাথে ইবি নতুন উপাচার্যের মতবিনিময় সভা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৯:০০ অপরাহ্ন | শিক্ষা
শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (৩০শে সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। 
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
 
সভায় শিক্ষার্থীরা-ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র- শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, শিক্ষাকার্যক্রম ও প্রশাসন পরিচালনায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রচলন, কেন্দ্রীয় লাইব্রেরি ও হল রিডিং রুম সংক্রান্ত সকল সমস্যা দূরীকরণ, আবাসন সংকট নিরসন, প্রযুক্তিগত সেবার মান উন্নয়ন, পরিবহন সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন। 
 
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবে তৈরি হয় নতুনত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনের ফিলোসোফিকে সামনে রেখে সকলের অংশগ্রহণে গঠিত হবে সাম্য, মৈত্রী ও বন্ধনের বাংলাদেশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হবে দুর্নীতিমুক্ত সুন্দর অঙ্গনে । এই নতুন বাংলাদেশ না হলে আমি এখানে উপাচার্য হয়ে আসতে পারতাম না। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমার এই দায়িত্ব।
 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদের দাবির সাথে ঐক্যমত পোষন করছি। আমার কাজ হবে পর্যায়ক্রমিক এবং সুচিন্তিত প্রক্রিয়ায়। তবে তোমাদের মূল পরিচয় তোমরা শিক্ষার্থী। আমি চাইবো তোমরা যেন ক্লাসমুখী হও এবং শিক্ষা সংক্রান্ত ও গবেষণা কেন্দ্রিক বিষয়ে অধিকাংশ সময় ব্যয় করবে। সময়ের সাথে জীবনকে না বাঁধলে তোমরা পিছিয়ে যাবে।
 
তিনি আরোও বলেন, আমার মূল কাজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সংস্কার ও গবেষণা কাজকে তরান্বিত করা। ইসলামী বিশ্ববিদ্যালয় যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তবে তার মূলমন্ত্র হলো ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করা। এই দুটির একটিকে বাদ দিলে সুন্দর সমাজ গঠনে কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে না। তাই এই বিশ্ববিদ্যালয়ের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতির মডেল অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন করে গড়বো।