ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের ( হিজরা ) শম্পা খাতুন পপি। তিনি ২ হাজার ১০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৫ম ধাপে বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
শম্পা খাতুন পপি জানান, তার বাড়ি ছিল মাগুরা জেলার আড়পাড়া গ্রামে। ছোট বেলায় তাকে ফুলহরি গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। স্বামী জানার পর নির্যাতন করে তাড়িয়ে দেয়। অনেক নির্যাতন সহ্য করতে হয় তাকে। পরে তিনি তৃতীয় লিঙ্গের লোকদের দলে মিশেন। পরে আবার ফুলহরি গ্রামে ফিরে এসে বসবাস করতে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, যে আশা নিয়ে মানুষ তাকে নির্বাচিত করেছে। তাদের সে আশা পূরণে চেষ্টা করবেন। তাদের ভোটের মর্যাদা রাখবেন। এলাকার উন্নয়নে কাজ করবেন।
নির্বাচনে তার আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। গত সোমবার শপথ নিয়ে তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন।