ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত সুত্রধর এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার্স ইনচার্জ(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।

 

এসময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, জন্মাষ্টমী পরিষদের উপদেষ্টা নিখিল সুত্রধর,গনেশ সুত্রধর, শিবুল চক্রবর্তী, সমিরণ দাশ, রফিক দেবনাথ, দীরেদ্র কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল দাশ, গীতা পাঠক কন্ডমণি আচার্যসহ প্রমূখ।