ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ষষ্ঠ ধাপে ওসমানীনগরে ৮ ইউনিয়নে নির্বাচর্ ৩১ জানুয়ারি

জুবের আহমদ, ওসমানীনগর : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১২:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরের ৮ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৩১ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে ইলেকশন কমিশন।

তফসিল অনুযায়ী- মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ ধাপে ২১৯টির মধ্যে সিলেটের ওসমানীনগরের ৮টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেগুলো হচ্ছে- ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা বাজার, গোয়ালাবাজার, দয়ামীর, ও উসমানপুর ইউনিয়ন।