আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজ সেবক মো. নুরুল আলম বলেছেন, এলাকায় চুরি-ছিনতাই, সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের আগ্রাসন বন্ধ করতে হলে প্রশাসনের পাশাপাশি অভিভাবকসহ আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমিন জুট মিলস সিবিএ-এর উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মো. নুরুল আলম গতকাল একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বর্তমান ওসি মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হলেও বেড়ে গেছে চুরির ঘটনা। প্রতিদিনই এলাকায় চুরির ঘটনা সংগঠিত হচ্ছে উল্লেখ করে তিনি চুরি বন্ধে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানের জরুরি নজরদারি কামনা করেছেন।
-মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম-২৪ নভেম্বর'২১