জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৪২ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন চলছে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, সরিষাবাড়ী শাখার সভাপতি সনজিৎ প্রসাদ সাহা (জগ) এর সাথে কথা বলে জানা যায়, এবার উপজেলায় মোট ৪২টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সভাপতি জানান, প্রতি বছরের ন্যায় এবারো সু-শৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসবের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা মণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, পূজা উদযাপন কমিটির তথ্যমতে এবার মোট ৪২টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। নিরঙ্কুশ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কন্ট্রোল রুম খোলা হবে। সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ফোন নম্বর সম্বলিত ব্যানারও টানানো হবে মণ্ডপগুলোতে। এ ছাড়া মণ্ডপগুলোতে ট্যাগ অফিসারের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দেয়া হবে।