ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় টিলা কাটার অভিযোগে লক্ষাধিক জরিমানা

জোবাইর বিন জিহাদী (সাতকানিয়া) চট্টগ্রাম : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ০৯:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রামের সাতকানিয়ায় টিলা কাটার অভিযোগে দুইজনকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
 
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
জরিমানা গুনলেন - বিবিসি ব্রিকস ফিল্ডের ম্যানেজার ও চকরিয়া হারবাং এলাকার মৃত কবির আহমেদের ছেলে মনিরুল ইসলাম(৪৪)।অপরজন এওচিয়া ইউনিয়নের ছনখোলা ১নং ওয়ার্ডের নমী উদ্দিনের ছেলে নুরুল মোস্তফা (৪০)।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এওচিয়া ইউনিয়নের ছনখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে টিলা কেটে ইট ভাটায় মাটি ব্যবহার করার অপরাধে বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার মনিরুল ইসলাম ছোটন (৪৪) কে এক লক্ষ টাকা ও টিলা কেটে পুকুর বানানোর অপরাধে নুরুল মোস্তফা (৪০) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।