ঢাকা, মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির নির্বাচনে ২৫ জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ ০৪:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আগামী ৩ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য ১৩ টি পদে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উক্ত নির্বাচনে অধ্যক্ষ আবু আহমেদ-গোলাম মোরশেদ এবং ছাইফুল করিম সাবু-শেখ জাহাঙ্গীর হোসেন পরিষদ প্রতিদ্ব›িদ্বতা করছে। 

 

নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৪ নভেম্বর) উক্ত দুই পরিষদ পৃথকভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

 

আরো জানা যায়, দীর্ঘদিন উক্ত সমিতির কার্যক্রম নিয়ে নানান জটিলতা শেষে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ আবু আহমেদ-গোলাম মোরশেদ পরিষদে সভাপতি পদে অধ্যক্ষ আবু আহমেদ, কার্যকরী সভাপতি পদে আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি পদে মো. জামাল উদ্দীন, সাজেদুর রহমান খাঁন চৌধুরী ও মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. গোলাম মোরশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম (কালু), সাংগঠনিক সম্পাদক পদে প্রাণনাথ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. শাহিন হোসেন সরদার, প্রচার সম্পাদক পদে আল. মো. আজিজ আহমেদ (পুটু), সমাজসেবা সম্পাদক পদে মো. শাহাজাহান কবির এবং কোষাধ্যক্ষ পদে মো. আবু নাসের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে, প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় অধ্যক্ষ আবু আহমেদ-গোলাম মোরশেদ পরিষদের দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. শাহিন হোসেন সরদার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

 

অন্যদিকে, ছাইফুল করিম সাবু-শেখ জাহাঙ্গীর হোসেন পরিষদে দপ্তর সম্পাদক পদের প্রার্থী ব্যতিরেকে সভাপতি পদে ছাইফুল করিম সাবু, কার্যকরী সভাপতি পদে শেখ ওবায়েদুস সুলতান (বাবলু), সহ-সভাপতি পদে একেএম মোতাহারুল হক সজল, মো. আনিছুর রহমান ও আল. এস এম আ. মাজেদ, সাধারণ সম্পাদক পদে শেখ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এ এস এম রফিকুজ্জামান, প্রচার সম্পাদক পদে জি এম আসাদুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে মো. মোসলেম আলী ও কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। 

 

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।